1024
Published on অক্টোবর 26, 2020রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের নতুন কার্যালয়ের (২৫অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে হরিতলা মোড়ে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। তাহেরপুর পৌর আওয়ামীূলীগৈর সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর রহমানের সভাপতিত্বে ও তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মেয়র আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারিপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তাহেরপুর পৌরসভার প্যানেল মেয়র বাবুল খান, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক সত্যজিৎ রায় তোতা, শ্রীপুর ইউপি আ’লীগৈর সাধারন সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।