1689
Published on অক্টোবর 26, 2020ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে ভার্চ্যুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন, জেলার সকল পুজা মন্ডপ এ আর্থিক অনুদান প্রদান করেন।
শুক্রবার বিকেলে ৪টায় ঝালকাঠির মদনমোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে আনুষ্ঠানিকভাবে সহায়তা তুলে দেয়া হয়। ঝালকাঠি পৌরসভার ১১টি পূজা মন্ডপে ১০হাজার টাকা করে ও সদর উপজেলার ৬২টি পূজা মন্ডপে ৫হাজার টাকা করে এবং নলছিটি উপজেলায় ২১টি পূজা মন্ডপে ৫হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন।
জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রফেসার ডাঃ অসিম কুমার সাহা'র সভাপতিত্বে এ উপলক্ষে মত বিনিময় সভায় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগ এর সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড: খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক নুরুল আমিন সুরুজ ও তরুন কর্মকার, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুব লীগ আহবায়ক রেজাউল করিম জাকির বিশেষ অতিথি ছিলেন।