2160
Published on অক্টোবর 26, 2020পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রীতিময়, সৌহার্দ্যপূর্ণ। সমাজে তারা মিলেমিশে বসবাস করে। সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে রোল মডেল।
রবিবার (২৫ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যারা বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে আজগুবি নালিশ করে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে উসকানি দেয়, শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে দেশকে কলুষিত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রমূলক কূটচালের সাহস করতে না পারে। কারণ, এদেশের মানুষ জানে এক মাত্র জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে, শান্তিতে সব উৎসব পালন করতে পারে।
এ সময়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, নড়িয়া উপজেলার সহ-সভাপতি ফজলুল হক মাল, বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনসহ পূজা উদযাপন পরিষদ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে অনুদান ও স্বাস্থ্য সুরক্ষায় ৫ হাজার মাক্স বিতরণ করেন। এর আগে তিনি নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি'র যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।