1963
Published on অক্টোবর 25, 2020আওয়ামী লীগ সরকার চা বাগান শ্রমিকদের পাশে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বপ্ন গড়ি ফাউন্ডেশনের উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় চা বাগানের চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানের ৫৮৫টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নাদেল বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের চোখের জল মুছতে আওয়ামী লীগ সব সময় পাশে আছে। যে কোন সহযোগিতায় আওয়ামী লীগ সরকার চা বাগান শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিলন বকত ও সাধারণ সম্পাদক এড আজাদ ।দলই আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি আসিদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।