নাটোর-২ আসনে বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় সাংসদের আর্থিক অনুদান ও মতবিনিময় সভা

1494

Published on অক্টোবর 25, 2020
  • Details Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান ও মতবিনিময় সভা করেছেন। আয়োজনে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর সদর উপজেলা শাখা। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হালসা ইউনিয়নের হালসা বাজার রীঁ শ্রী শ্রী কালীমাতা নাট মন্দির পরিদর্শন,  হালসা ইউনিয়নের হালসা বাজার রীঁ শ্রী শ্রী কালীমাতা নাট মন্দির পরিদর্শন, ছাতনী ইউনিয়নের রীঁ শ্রী শ্রী ভাটোদাঁড়া কালীমাতা মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন, দিঘাপতিয়া কৃষ্ণ জিও দেবত্তোর দূর্গা মন্দিরে এবং হাজরা নাটোর কালীমাতা মন্দিরে শারদীয় দুর্গাপুজা পরিদর্শন, দিঘাপতিয়া কৃষ্ণ জিও দেবত্তোর দূর্গা মন্দিরে এবং হাজরা নাটোর কালীমাতা মন্দিরে শারদীয় দুর্গাপুজা পরিদর্শন করেন। সেই উপলক্ষে নাটোর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণসহ সকলের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এসময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে বুধবার (২১ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জিআর চালের ডিও বিতরণ করেন। এ সময় তিনি নলডাঙ্গা উপজেলার ৪৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সাড়ে ২৪ মেট্রিক টন জিআর চালের ডিও তুলে দেন। এতে করে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেবে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ডিও বিতরণ অনুষ্ঠানে শিমুল বলেন, সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এখনও এর ভয়াবহতা কমেনি। আমাদের সবাইকে সচেতনভাবে চলতে হবে।

ডিও বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত