1120
Published on অক্টোবর 25, 2020যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাকালে দেশে উন্নয়ন থেমে নেই। করোনা মোকাবিলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে সরকার।
গতকাল শনিবার ভোলার চরফ্যাসনে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে মা ও শিশু হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুপুরে এমপি জ্যাকব ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা এনামুল হক মাস্টারের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। বিকেলে কালীবাড়িতে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নির্বাচনী এলাকা চরফ্যাসন ও মনপুরায় স্থাপিত সব পূজামণ্ডপের জন্য প্রায় পাঁচ লাখ টাকা অনুদান দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, ইউএনও রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এস এম মোর্শেদ, অধ্যক্ষ আহম্মদ উল্লাহসহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা।
এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে'র করোনা কালীন সময়ে চরফ্যাসন প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য আজ মননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহয়তার চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।