৪ হাজার পরিবারে জয়পুরহাট পৌরসভার মেয়রের দুর্গাপূজার উপহার বিতরণ

931

Published on অক্টোবর 25, 2020
  • Details Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উপহার বিতরণ করেছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকার নিম্নআয়ের ৪ হাজার হিন্দু ধর্মাবলম্বী পরিবারের মধ্যে এসব পূজাসামগ্রী (শাড়ি-লুঙ্গি, নারিকেল, চিনি, চাল) তুলে দেন তিনি।

করোনা মহামারির এই দুর্দিনে পূজাসামগ্রী পেয়ে মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন দরিদ্র মানুষগুলো।

মেয়র বলেন, ‘পরিবার নিয়ে কষ্টে থাকা এসব মানুষের পাশে এ মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি। সে বিবেচনায় তাদের মধ্যে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আমৃত্যু এ মানুষগুলোর ঋণ কখনো শোধ করতে পারবো না। তারা আছেন বলেই আমি আজকে মেয়র। তাছাড়া, পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে। তারা পূজার এই সময় একটু হলেও ভালো থাকবেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহসিন আলী, কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত