862
Published on অক্টোবর 25, 2020শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের ভাকুর্তা এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি দলের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে মঞ্জুরুল আলম রাজীব সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এর পক্ষে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।
ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণ এসব উপহার সামগ্রী গ্রহন করেন।
এসময় মঞ্জুরুল আলম রাজীব জানান, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজায় উপজেলার হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত নির্দেশনা মেনে তাদের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সে ব্যাপারে সাভার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনও এব্যাপারে যার যার মতো ভূমিকা রাখছে।
সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এর পক্ষ থেকে তিনি এসব উপহার সামগ্রী প্রদান করছেন বলে জানান মঞ্জুরুল আলম রাজীব।
এদিকে, আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় সাভার উপজেলা পরিষদে ই-নামজারি কার্যক্রম পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৩ অক্টোবর) সভার সর্বশেষ প্রস্তুতি তদারকি করেছেন মঞ্জুরুল আলম রাজীব।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।