আগামী ১২ নভেম্বর,২০২০ সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে কাজিপুরের গান্দাইল বড় মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন। শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সাবেক সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর নিয়মানুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আলোচনা সভায় তানভীর শাকিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের যে বিপ্লব সাধিত হয়েছে, সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং উত্তর সিরাজগঞ্জের উন্নয়নকে আরও বেগবান করার জন্য সবাইকে পাশে থাকার আহবান জানান।
১৯৫৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদের প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।