1314
Published on অক্টোবর 24, 2020হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি উপহার দিয়েছেন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।
বুধবার (২১ অক্টোবর) বাঁশবাড়িয়ার প্রায় ৩০০ হিন্দু নারীকে এসব উপহার তুলে দেন তিনি।
এ সময় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক, আরশেদ মাহমুদ, আবু তাহের, সেতাফ উদ্দীন, পেয়ার আহম্মদ, যুবলীগ সভাপতি জয়নাল আবেদীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ কুমার নাথ, ইউপি সচিব দিদারুল আলম, ইউপি সদস্য মো. রাশেদ, মো. সেলিম উদ্দিন, সফিউল আলম, কহিনুর বেগম, সাহাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।