1552
Published on অক্টোবর 24, 2020শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে আগত পূজার্থীদের জন্য মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে এই মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দুর্গোৎসব পরিচালনা করার লক্ষ্যে সকল পূজা মণ্ডপে পূজার্থীদের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা, লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগরের হাতে মাস্কগুলো হস্তান্তর করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা শাহীদুল কবির সেলিম ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ হুমায়ুন কবির ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে মাস্কগুলো মাস্কগুলো হস্তান্তর করেন।
শাহিদুল কবির সেলিম জানান, ‘করেনা ভাইরাসে প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করেছেন। মানবতার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।’
তিনি আরও জানান, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপে পূজার্থীদের জন্য মাস্ক বিতরণ করেছি। দাদার পাঠানো মাস্কগুলো লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছি।’