টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1794

Published on অক্টোবর 22, 2020
  • Details Image

টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ রকিব খান শামিম, সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সদস্য তারেক শামস্ খান হিমু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইনসাফ আলী ওসমানী ও সদস্য এ্যাড. দাউদুল ইসলাম দাউদ প্রমূখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সম্মেলনসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে, দীর্ঘদিন পর নাগরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতার্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। এ সময় উজ্জীবিত নেতাকর্মীদের মহুর্মুহু করতালি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান অঙ্গণ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত