3324
Published on অক্টোবর 22, 2020ভোলায় পশ্চিম ইলিশা ইউনিয়ন, পূর্ব ইলিশা ইউনিয়ন ও ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার মধ্যে ইমাম মোয়াজ্জেম থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যেখানে সহযোগিতা করেন নি। যার কারণে এই করোনার মধ্যেও বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় নি। যার ফলে সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি বঙ্গবন্ধুর সাধারণ জীবনযাপনের কথাও তুলে ধরে নেতাকর্মীদের অনুকরনের আহ্বান জানান। বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধার অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিয়া মো: সিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে মোঃ শাহাজাহান বেপারীকে সভাপতি, মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এদিকে, বুধবার বিকালে সদরের ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছগির মাস্টার সম্মেলনে সভাপতিত্ব করেন। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে মোঃ শাহে আলম হাওলাদারকে সভাপতি, মোঃ গিয়াস উদ্দিনকে সাধারন সম্পাদক করে ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।