শ্রদ্ধা-ভালোবাসায় সারাদেশে শেখ রাসেলের জন্মদিন পালিত

2549

Published on অক্টোবর 18, 2020
  • Details Image

শ্রদ্ধা এবং ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মত এই নিষ্পাপ শিশুকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। আজ রোববার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তাঁতিলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে তাঁর (রাসেলের) অধ্যয়নকালীন বিদ্যালয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের ‘ম্যুরাল’ উন্মোচন এবং ‘শহীদ শেখ রাসেল ভবন’ উদ্বোধন করেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে তিনি শহীদ শেখ রাসেলের ওপর নির্মিত এনিমেটেড ডকুমেন্টারি ‘বুবুর দেশ’-এর প্রদর্শনী এবং শেখ রাসেলের জীবনীর ওপর প্রকাশিত বই ‘শেখ রাসেল আমাদের আবেগ’ এবং ‘স্মৃতির পাতায় শেখ রাসেল’ শীর্ষক দু’টি বইয়ের মোড়কও উন্মোচন করেন।

এরই অংশ হিসেবে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগসহ  বিভিন্ন অঙ্গ সংগঠন শেখ রাসেলের জন্মদিন পালন করেছে। শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কুমাপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

নানা কর্মসূচির মধ্যদিয়ে গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠণের পক্ষ থেকে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে। রোববার গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডেই কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, দোয়াসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংগঠণের বিভিন্ন-কর্মীরা অংশ নেন।

এদিকে বাদ আসর যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন, যুগ্ম-সম্পাদক এডভোকেট মামুন-অর-রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জহির উদ্দিন খসরু, রওশন জামির রানা, এন আই আহমেদ সৈকত। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুলসহ যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র 'শেখ রাসেল' এর ৫৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসেলের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে খতমে কোরআন, দোয়া-মোনাজাত, অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকালে হাটহাজারীর সদরের উদুদিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে দুস্থ-অসহায় ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এরপর বিকালে বৃক্ষরোপন করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করা হয়। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নালিতা বাড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ সবুর।

গাজীপুর  মহানগরের  নাওজোড় এলাকার আলেকজান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে   শেখ রাসেলের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে  এক হাজার  অসহায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।  

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে অসহায়, দুস্থ শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে মাগুরা জেলা যুবলীগ।

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছে বিভিন্ন সংগঠন। আজ জেলা প্রশাসন ও শিশু একাডেমি, দিনাজপুর শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে  শহীদ শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যাগে কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও মাহফিলের উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৬তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের আহবানে গাজীপুর মহানগর যুবলীগ সভাপতি প্রার্থী ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার’র উদ্যোগে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

শিবগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন, আলোচনাসভা ও দোয়া মাহফিল- ১৮ অক্টোবর জাতিরজনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মোবারকপুর ইউনিয়নের গোয়া বাড়ী চান্দপুরে বৃক্ষ রোপন, আলোচনাসভা ও দোয়া মাহফিল হয়।



চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উদযাপন করা হয়, উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। এবং মহেশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উদযাপন করা হয়। প্রধান অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার -২ আসনের মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ। রবিবার (১৮ অক্টোবর) বাদ আসর বাগেরহাট রেলরোডস্থ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয় শেখ রাসেলের জন্মদিন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত