4435
Published on অক্টোবর 17, 2020দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান সভাপতিত্ব করেন।বর্ধিত সভায় সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। এছাড়াও সভায় অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ রেমন আরেং প্রমুখ।
উক্ত সভায় নেত্রকোনা জেলার সংসদীয় সবকয়টি আসনের সংসদ সদস্য বৃন্দ, সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে সভাটি পরিচালিত হয়। কেন্দ্রীয় নেতারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সকল বক্তব্য শুনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে আগামী দিনের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই সভার মাধ্যমে অত্র অঞ্চলের আওয়ামীলীগের তৃণমূলের কর্মীদের নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে যা আগামী দিনে এই অঞ্চলে আওয়ামী লীগকে আরো সুসংহত ও শক্তিশালী করবে বলে মনে করেন উপজেলা আওয়ামীলীগ থেকে আগত সকল তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত সভায় দলীয় প্রধান শেখ হাসিনার উপর পরিপূর্ণ আস্থা রেখে সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন যে সবকিছুর ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ গুরুত্বসহকারে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করা ও আগামী দিনে সংগঠনের প্রত্যেকটি ইউনিটকে সুসংহত করা।
বর্ধিত সভায় জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের ১০৫ সদস্য উপস্থিত ছিলেন।