বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি

1212

Published on অক্টোবর 15, 2020
  • Details Image
রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই বিগান। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে অবস্থিত স্মৃতি জাদুঘরটি পরিদর্শনে যান তিনি।
 
জাদুঘর পরিদর্শনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিগান। একই সাথে ইন্টারন্যাশনাল ভিজিটরস বুকে লেখেন, স্বাধীনতার ৫০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের মতো এমন বন্ধু পেয়ে গর্বিত যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, আগামী ৫০ বছর এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করবে।
 
এ সময় তাকে পুরো জাদুঘর ঘুরে দেখান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপস্থিত ছিলেন।
 
সৌজন্যেঃ জনকণ্ঠ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত