945
Published on অক্টোবর 14, 2020ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে ডেমরার সারুলিয়া-ডগাইর, বাঁশেরপুল ও যাত্রাবাড়ীতে গণসংযোগ ও পথসভা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে এ গণসংযোগ ও পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় আওয়ামী লীগের নেতারা বলেন, এলাকার সর্বস্তরের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে নির্বাচিত করবেন বলে আমাদের বিশ্বাস। এখন জনগণ অনেক সচেতন, ফলে বিরোধীদের চক্রান্ত কোনো কাজে আসবে না। উন্নয়নের পথে তাদের কোনো ষড়যন্ত্র বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র প্রমুখ।
কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ডেমরা-২ এর সদস্য এফ এম শরিফুল ইসলামের সঞ্চালনায় এই পথসভায় সভাপতিত্ব করেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এছাড়া মঙ্গলবার বাঁশেরপুল, আমিনবাগ ও ইস্টার্ন হাউজিংসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী মিছিল ও পথসভা করেছেন ৬৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলিম খান ও সদস্য সচিব আবদুল আজিজের নেতাকর্মীরা। ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নীরু আমিন নুরুলের সভাপতিত্বে রায়েরবাগ সাদ্দাম মার্কেটের সামনে এক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া ৬২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে দনিয়ার শেখদি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।