দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

3408

Published on অক্টোবর 13, 2020
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর-২০২০ সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বর্ধিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন মনোরঞ্জন শীল গোপাল এমপি, এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আলতাফুজ্জামান মিতা, মোঃ বজলুল হক, মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আতাউর রহমান আজাদ বাবলু, মির্জা আশফাক হোসেন, কামরুল হুদা হেলাল প্রমুখ।

এছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন। এ সময় দিনাজপুরের ১৩ উপজেলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত