বীরগঞ্জে দুঃস্থ ব্যক্তিদের মাঝে স্থানীয় সাংসদের অনুদানের চেক বিতরণ

1574

Published on অক্টোবর 13, 2020
  • Details Image

দিনাজপুরের বীরগঞ্জে মঠ-মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট কর্তৃক মঠ-মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা.আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান বাবু প্রমুখ।

এদিকে রোববার বিকেলে মুজিব শত বর্ষ উপলক্ষ্যে রোববার বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন এমপি গোপাল।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত