957
Published on অক্টোবর 13, 2020ডেমরার সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক সোমবার বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী চিনু সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, মারুফা আক্তার পপি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
পথসভায় বক্তারা বলেন, এলাকার সর্বস্তরের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুকে নির্বাচিত করবেন। এখন জনগণ অনেক সচেতন ফলে বিরোধীদের চক্রান্ত কোনো কাজে আসবে না। ডেমরা যাত্রবাড়ী এলাকাবাসী বেধেছে জোট, তারা দিবে নৌকায় ভোট।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ডেমরা ২ এর সদস্য এফ এম শরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত জনসভায় সভাপতিত্ব করেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী।