3162
Published on অক্টোবর 11, 2020গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশেষ আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১০ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় গাজীপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর জেলা সদরের পিটিআই সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ধিত সভাটি । গাজীপুর জেলা আ.লীগের বিশেষ এ বর্ধিত সভায়, সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ নজিবুল্লাহ হিরু, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আজমত উল্লাহ খান, মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ও মেয়র এডঃ মোঃজাহাঙ্গীর আলম এবং গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান উপস্থিত ছিলেন বর্ধিত সভায়।
অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতি সংযুক্ত হন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বর্ধিত সভা উপলক্ষে শহিদ আহসান উল্লাহ অডিটরিয়ামকে সাজানো হয়েছিল বর্ণীল সাজে। আর সবগুলো উপজেলার নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিলো অডিটোরিয়াম প্রাঙ্গন।