গোবিন্দগঞ্জে বন্যার্তদের মাঝে পৌর মেয়রের খাদ্য সহায়তা বিতরণ

921

Published on অক্টোবর 11, 2020
  • Details Image

সাম্প্রতিক বন্যায় বাড়িঘরে পানি উঠায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ক্ষতিগ্রস্ত আশ্রয় নেয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্যসামগ্রীর সাথে ব্যক্তিগত ভাবে ডাল ও আলু বিতরণ করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার।

গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর সভার গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা ও ধানসিঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে এসব ত্রাণ বিতরণে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার জহুরা বেগম, মহিলা সংরক্ষিত কাউন্সিলার গোলাপী বেগম, মারুফা বেগম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ফরহাদ আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত