1156
Published on অক্টোবর 10, 2020গত ৬ অক্টোবর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দলকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যে আটটি টিম গঠন করা হয়েছে সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কথা হয়। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ সহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের বর্ধিত সভা ও আলোচনা সভার কার্যক্রম চলমান রয়েছে।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে এবং নৌকা মার্কা বিজয়ের লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল হাইস্কুল মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পারইল ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আয়োজনে রবিবার দুপুরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় দলীয় প্রার্থী মিছবাহুর রহমানের পক্ষে কাজ করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমল হোসেনকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
চাঁপাইবনাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকলে চরমোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।
ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের আপার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার লক্ষে উপজেলার রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় রত্নাপালং ইউনিয়নের পালং গার্ডেনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
১৭ অক্টোবর উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশদ আলম চৌধুরী।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার বর্ধিতসভা হয়েছে। শনিবার বেলা ১টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ। এবং জামালপুর সদর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাচনা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আনফর আলী টুকু। সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর শনিবার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় মুন্ডুমালা ফজর আলী ডিগ্রী কলেজ চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।