ধর্ষনের প্রতিবাদ ও বিচারের দাবিতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচি

902

Published on অক্টোবর 9, 2020
  • Details Image

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করেছে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদের গেইটের মূল ফটক সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আন্চলিক মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয় । পরে তারা উপজেলা চত্বরে প্রবেশ করে মজিব চত্বরে গিয়ে কর্মসূচির সমাপ্ত করে।

পাকুন্দিয়া সরকরি কলেজের ছাত্রনেতা সাকিবুল হাসান মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক হাসনাত তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক আল মামুন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজের ছাত্রলীগ নেতা মেহেদি হাসান ইমন, চন্ডিপাশা ইউপি ছাত্রলীগের আহবায়ক আব্দুল আহাদ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত