ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারী উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন

2300

Published on অক্টোবর 8, 2020
  • Details Image
  • Details Image

ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।

ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের বিধান যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন আয়োজন করে তারা এই দাবি জানায়।

মানববন্ধন শেষে চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বেসরকারি সংস্থা পল্লীশ্রীর কর্মকর্তাসহ ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তৃতা করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি আহসান রহিম, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, পল্লীশ্রীর জেলা সমন্বয়কারী মহিয়া বেগম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত