2007
Published on অক্টোবর 6, 2020রোববার (৪ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি শেখ হাসিনা এমপি’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই প্রেক্ষিতে ৪ অক্টোবর ২০২০ রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতির কার্যালয় হতে ৮টি বিশেষ সুবিধা সম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, উন্নতমানের পিপিই, সেফটি গগলস, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, উন্নতমানের এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয় বিভিন্ন জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে রয়েছে ঠাকুরগাও জেলা হাসপাতাল, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এ বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, ধর্মীয় ও সেবামুলক প্রতিষ্ঠানের মাঝে অক্সিজেন সিলিন্ডার, উন্নতমানের পিপিই, সেফটি গগলস, সুকভার, হেড কভার, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, উন্নতমানের এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়েছে।
ধর্মীয় ও সেবামুলক প্রতিষ্ঠানের মাঝে রয়েছে ইসলামিক ফাউণ্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, অাঞ্জুমানে মফিদুল ইসলাম, রামকৃষ মিশন, বৌদ্ধ বিহার, সন্ধানী, জাতীয় মহাশ্মশান কমিটি ৪ অক্টোবর ২০২০ রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতির কার্যালয় এ অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ দুর্বিপাকে একমাত্র আওয়ামী লীগই জণগণের পাশে থাকে। একদিকে করোনা মহামারি আর অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সরকার প্রমাণ করেছে দুর্যোগ প্রতিরোধ করা না গেলেও শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস এম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক জনাব সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, শাহাবুদ্দিন ফরাজি, উপকমিটির সাবেক সদস্য আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, ড. মোয়াজ্জেম হোসেন মাতাব্বুর আমিনুল, ডা. শেখ ফয়েজ আহমেদ, চৌধুরী সাইফুন্নবী সাগর, মো. হারুন অর রশীদ, অাকাশ জয়ন্ত গোপ, আব্দুল বারেক, মাহবুবর রশীদ, অামিনুর রশীদ দুলাল প্রমুখ।