৬০ টি গৃহহীন পরিবার ও ২০ জন নাগরিকের মাঝে ঘর ও হুইল চেয়ার বিতরণ

1581

Published on অক্টোবর 5, 2020
  • Details Image

সদর উপজেলার চড়বাড়িয়া লামছড়ি গুচ্ছগ্রাম প্রকল্পে নবনির্মিত ৬০টি ঘর ও জমির দলিল হস্তান্তর এবং ২০ জন নাগরিকের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল সার্কিট হাউজে মুজিববর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে এই বিতরণ কর্মসুচি পালন করা হয়।

২ দশমিক ২০ একর আয়তনের চরবাড়িয়া গুচ্ছগ্রাম প্রকল্পে প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা করে ব্যয় হয়েছে। সেখানে ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। ৩ দশমিক ৬৭ শতাংশ জমিতে নির্মিত প্রতিটি ঘরে ২টি কক্ষ, একটি বাথরুম, ১টি রান্নাঘর এবং ঘরের সামনে সবজি চাষের জন্য খোলা জায়গা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিটি কেবিনেট মিটিংয়ের পর সাধারণ মানুষের খোঁজ খবর নেন।' সবাইকে মিলেমিশে কাজ করে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সফল করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।'

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক পরিচালক রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানসহ অন্যান্যরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত