নাটোরে নলডাঙ্গায় বানভাসি মানুষের পাশে সাংসদ শিমুল

1797

Published on অক্টোবর 5, 2020
  • Details Image
  • Details Image

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভা, ০২ নং মাধনগর ও ০৪ নং পিঁপরুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বানভাসি ও পানিবন্দি ৭০০ (সাত শত) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

শনিবার (৩ অক্টোবর) পিপরুল, মাধনগর ও সোনাপাতিল গ্রামে বানভাসি ও পানিবন্দি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ৫ অক্টোবর নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া, সোনাপাতিল, বাঁশিলা ও পাটুল-হাঁপানিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০০ (পাঁচশত) পরিবারের মাঝে ১০কেজি চাউল, ০১কেজি মসুরের ডাউল, ০১কেজি লবন, ০১কেজি চিনি, ০২কেজি চিড়া, হাফ কেজি নুডুলস ও ০১ কেজি তেল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন দেওয়ান, পিঁপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কলিম উদ্দিন, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল প্রমুখ। বানভাসি ও পানিবন্দি পরিবারের মাঝে চাউল, চিড়া, মুড়ি, বিস্কুট, ডাল ও আলু ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত