ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকার প্রচারণায় যুবলীগের আলোচনা সভা

1910

Published on অক্টোবর 5, 2020
  • Details Image

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর বিজয় নিশ্চিত করতে দলটির সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী নূর কমিটিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত জরুরি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, ঢাকা-৫ উপনির্বাচন ঘিরে আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিটি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন।

পরশ বলেন, যুবলীগের নামে চাঁদাবাজি, ক্যাসিনো চলবে না। মানুষকে নিপীড়ন চলবে না। বরং কোথায় অত্যচার-নিপীড়ন হচ্ছে সেদিকে যুবলীগকে নজর রাখতে হবে। এটাই হবে এখন যুবলীগের মূল চরিত্র।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল, ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত