1659
Published on অক্টোবর 3, 2020করোনা প্রার্দুভাবের শুরু থেকেই সন্দ্বীপ থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুজিব বাহিনীর প্রধান এবং সন্ধীপ সদর ইউনিয়ন হরিশপুরের গত ০৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁর এলাকার মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ সহ নানান কার্যক্রম হাতে নেন। কার্যক্রমের শুরুতেই এলাকার প্রায় ২০০০( দুই হাজার) জনের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন। মোট চার ধাপে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। ১২ই এপ্রিল থেকে শুরু হয়ে ২৩শে মে পর্যন্ত ২০০০ (দুই হাজার) পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি চলে। অস্থায়ী মুক্তিযোদ্ধা কার্য্যালয় হতে ২ ধাপে এবং তাঁর নিজ বাড়ী ও মুছাপুর গ্রাম হতে বাকি ২ ধাপে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে দেওয়া খাদ্য উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৮ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ছোলা ১ কেজি।
ত্রাণ বিতরনে বিশেষ শ্রেনীর মানুষদের যেমন- মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হিজরা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদেরও বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁরই অংশ হিসেবে ১০০ জন দুঃস্থ মুক্তিযোদ্ধা, ১২০ জন বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন, ৫০ জন প্রতিবন্ধী সহ সমাজের দুঃস্থ এবং অসহায়দের মাঝে আরও ২০০০ (দুই হাজার) প্যাকেট খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য উপহার সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল চাল ৮ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, এবং ছোলা ১ কেজি।
এছাড়াও করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এলাকার জনসাধারণের মাঝে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির জন্যে প্রায় ১৫০০টি লিফলেট এবং মাইকিং যোগে বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় সচেতনতামূলক প্রচার -প্রচারনা পরিচালনা করেন। ২৪ই মার্চ হতে শুরু হওয়া এই কার্যক্রম এর মধ্যে এলাকার প্রায় ১০০০( এক হাজার) মানুষের মাঝে চিকিৎসা সুরক্ষা উপকরণ যেমন মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার, গ্লাভস এবং সাবান বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে সকল কার্যক্রম এর বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার লক্ষ্যে। আর এখন মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশের এই ক্রান্তিলগ্নে আমার নিজ এলাকার মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়াবো নাহ, তা হতে পারে নাহ! তাই, আমি আমার প্রাণ প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমার এলাকার মানুষের জন্যে নিজের সর্বোচ্চ দিয়ে সাধ্যমত সাহায্য-সহযোগীতা করে যাচ্ছি এবং এই সহযোগীতা ভবিষ্যতেও চলমান থাকবে।