2897
Published on অক্টোবর 3, 2020গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মাধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন সিকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছিম কবির, দেওয়ান ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক মুরাদ কবির, একমাত্র যুগ্ন-আহবায়ক সিকদার মোশারফ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সরকার মোঃ মোশারফ হোসেন জয়, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুক ওহাব মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ কে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী কে জয়যুক্ত করার লক্ষে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন সিকদার নেতাকর্মীদের বলেন, গত ১লা অক্টোবর গাজীপুর জেলা আওয়ামী লীগের বিশেষ সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগ তথা আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ নির্দেশনা মেনে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি। নতুন কমিটির কাছে আমার সকল সাংগঠনিক দায়িত্ব সমর্পণ করেছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কালিয়াকৈর এর মা, মাটি ও মানুষের নেতা হিসেবে, লাল মাটির সন্তান হিসেবে আমি আপনাদের সুখ, দুঃখের অংশীদার হয়ে আপনাদের পাশে থেকে কালিয়াকৈর উপজেলার উন্নয়নে কাজ করে যাব ।