ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ০৯ টি জামে মসজিদে ২ হাজার চারা গাছ বিতরণ

1655

Published on অক্টোবর 3, 2020
  • Details Image

ধুনট উপজেলা বাসীর প্রতিটি বাড়িতে উপহার স্বরূপ নূন্যতম একটি করে চারা গাছ পৌঁছে দিতে চান ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন। 

উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন পাশাপাশি প্রতি শুক্রবার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের জামে মসজিদে ধারাবাহিকভাবে জুম্মার নামাজ আদায় করে যাচ্ছেন। তাঁর ওই পাঁচ বছরের দায়িত্বকালের মধ্যেই উপজেলা বাসীর প্রতিটি বাড়িতে নূন্যতম একটি করে চারা গাছ পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় আজ নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মোট ০৯টি জামে মসজিদে মুসুল্লীদের মাঝে বিভিন্ন প্রজাতের দুই হাজার'টি (২০০০) চারা গাছ বিতরণ করেন। 

উল্লেখ্য- গত বছর মথুরাপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই চারা গাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এছাড়াও উপজেলার চৌকিবাড়ি ও গোপালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতের প্রায় ছয় হাজার'টি (৬০০০) চারা গাছ বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, "আমি নির্বাচিত হওয়ার পর থেকেই চারা গাছ বিতরণ করা শুরু করেছি। মহামারী করোনা ভাইরাসের কারণে একটু বিলম্ব হয়েছে। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে ধারাবাহিকভাবে উপজেলা বাসীর প্রতিটি বাড়িতে উপহার স্বরূপ এবং আমার স্মৃতি হিসেবে একটি করে চারা গাছ পৌঁছে দিতে চাই।"

নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় এই চারা গাছ বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত