সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা আওয়ামী লীগ

1840

Published on অক্টোবর 2, 2020
  • Details Image
  • Details Image

গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ  সবসময় জনগণের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়িয়েছে। করোনাকালে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি মাস্ক, সাবান, স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এমনকি বন্যায় ত্রাণ নিয়ে পাশে ছিল আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় সিংড়ায় বন্যায় বন্যার্তদের খাদ্য সহায়তা থেকে সবকিছু করছে সিংড়া আওয়ামী লীগ। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তত্তাবধানে উপজেলায় দলের বিভিন্ন ইউনিট বন্যায় ত্রাণ বিতরণ করেছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

কিছুদিন আগে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি নিজস্ব তহবিল হতে সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেছেন।

সম্প্রতি সিংড়ার গোডাউন পাড়ায় ত্রান বিতরণ কালে প্রতিমন্ত্রী পলক বলেন, আ’লীগ সরকার সুখে-দুঃখে সব সময়ই জনগণের পাশে থাকে। দোয়া করবেন যেন, আমৃত্যুকাল আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত