765
Published on সেপ্টেম্বর 28, 2020চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে ৭ ও ৯ নং ওয়ার্ডের দুটি রাস্তা অবহেলিত ছিল। অবশেষে জনগণের দুর্ভোগে ওই দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সোয়া দুই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রকৌশলী সাদিকুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য আকলিমা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে মিঠুপুর জগন্নাথপুর গোরস্তান প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহা. মংলু আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. শিমুল। শেষে গোরস্তান ও মসজিদ উন্নয়নের লক্ষে আর্থিক অনুদান ঘোষণা করেন সংসদ সদস্য।