বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

914

Published on সেপ্টেম্বর 26, 2020
  • Details Image

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন ভিত্তিতেই নির্বাচন করা হবে নেতৃত্ব। স্বাধীনতা বিরোধী কোন অপশক্তিকে নেতৃত্বে ঠাঁই দেয়া হবে না। সভাপতির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এনামুল হক আরো বলেছেন, কোন প্রলোভনে পরে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে দেশের উন্নয়ন কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব হচ্ছে। উন্নত ভবানীগঞ্জ পৌরসভা গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন মাস্টার, মকবুল হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,

এছাড়াও আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী, কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, আলী হাসান, হারুন অর রশিদ, লুৎফর রহমান, সোলাইমান আলী হিরু, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান বুলবুল, হাচেন আলী, বকুল খরাদী, উপাধ্যক্ষ আব্দুল বারী, আকবর আলী, লোকমান আলী, ওমর আলী, সামসুল হক, জেলা আ’লীগের সদস্য আব্দুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, সরদার জান মোহাম্মদ, আয়েন উদ্দীন, আব্দুল হাকিম প্রামানিক, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত