1778
Published on সেপ্টেম্বর 24, 2020লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকেলে লাকসাম হাউজিং এষ্ট্রেট আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিকের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, মোঃ মনিরুল ইসলাম রতন, মোঃ মনির হোসেন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, আলহাজ্ব মোশারফ হোসেন মজুঃ, মোহাম্মদ উল্যাহ, গোলাম কিবরিয়া সুমন, গিয়াস উদ্দিন টিটু, সাজেদুল ইসলাম সজল, মাহবুব মোর্শেদ ফারুক, মোঃ জালাল আহমেদ, মোঃ শাহ জালাল, নিমাই সাহা, মোঃ আনোয়ার হোসেন, আবদুল কাদের প্রমুখ।
সভায় যুবলীগকে সু-সংগঠিত করে আগামী দিনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বির্নিমান এবং লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের রূপকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির হাতকে শক্তিশালী করতে যুবলীগ অগ্রনী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।