ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1858

Published on সেপ্টেম্বর 24, 2020

সাংগঠনিক অবকাঠামো জোরদার এবং পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে প্রার্থীদের পক্ষে দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। তিনি আগামী পৌর নির্বাচনের আগেই ইউনিয়ন ও শহর আওয়ামী লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা করতে নির্দেশ প্রদান করেন।

ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান শাহজাহান, সহ সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, সহ ভাপতি আব্দুল বারী মাস্টার, কৃষকলীগ নেতা জাবেদ মোশারফ রুপক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,মাকছুদুর রহমান আনছারী ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক বিএসসি, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম নুর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংকন কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।
 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত