ঘিওর উপজেলার আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1956

Published on সেপ্টেম্বর 24, 2020
  • Details Image

মানিকগঞ্জের ঘিওর উপজেলার আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের কার্যালয়ে সভা সম্পন্ন হয়।

সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দুর্জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে। এই সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ও উন্নত দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি সাংগঠনিক কাঠামো আরো মজবুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন। উক্ত সভায় যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটির গঠনের ব্যাপারে অলোচনাসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান বাবলু, প্রধান বক্তা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, বিশেষ বক্তা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনি, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি, ফিরোজ আলম খান বাবু, সাদিকুর রহমান সোহান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, তালাৎ পাশা সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক ইফতি আরিফ, মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহমেদ , উজ্জল হোসেন, প্রচার সম্পাদক মোঃ রনি মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর,উপ-প্রচার সম্পাদক আমিনুর বেপারী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ মাহবুবুর আব্বাস আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওশন সুমনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

সভা শেষে যুবলীগের উদ্যোগে ঘিওর থানার মূল ফটকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত