তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে তানোরে মাসব্যাপী কর্মসুচি

1567

Published on সেপ্টেম্বর 24, 2020
  • Details Image

রাজশাহীর তানোরে আসন্ন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার, নিস্ক্রীয়দের সক্রীয় এবং সাংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সেপ্টেম্বর মাসব্যাপী কর্মসুচি ঘোষণা করেছেন। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায় এই স্লোগান সামনে রেখে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে।

তানোরের দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) এবার একাধিক নেতা দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন মনোনয়ন প্রতিযোগীতায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ তবে, দলীয় মনোনয়ন নৌকা প্রতীক যাকেই দেয়া হবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছে। ফলে দলীয় মনোনয়ন নয় এবার দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করায় মুল লক্ষ্য।

জানা গেছে, দেশে করোনা ভাইরাস শনাক্তের পর থেকে জনস্বাস্থ্য বিবেচনায় সকল সাংগঠনিক কর্মসুচি স্থগিত রেখেছিল আওয়ামী লীগ। তবে ১লা আগস্ট থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই নানা কর্মসুচি আয়োজন করা হয়। সীমিত পরিসরে হলেও এসব কর্মসুচিতে উপাজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কর্মসুচিতে ভাল উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রাণচান্চল্যর সৃস্টি হয়েছে। জানা গেছে, তানোরে ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) রয়েছে।

বিগত নির্বাচনে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগ এবং বির্তকিত ফলাফল ঘোষণায় একটি পৌরসভায় বিএনপি বিজয়ী হয়েছে। তবে আগামি নির্বাচনে আওয়ামী লীগ ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বিজয়ী হতে চাই। এদিকে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঘষেমেঝে ঢেলে সাজানোর পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্য এসব কর্মসুচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসুচির মধ্যে রয়েছে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, পৌরসভা কমিটি ও উপজেলা কমিটির বিশেষ বর্ধিত সভা আয়োজন, ওয়ার্ড কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক রাম কমল সাহা ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং পৌরসভা ও উপজেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে তৃণমুলের দাবির মুখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব থেকে অবাহতি দিয়ে যুগ্ম-সম্পাদক রাম কমল সাহাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী বলেন, দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে মাসব্যাপী কর্মসুচি ঘোষণা করা হয়েছে। তিনি জানান তাঁদের মুল লক্ষ্য দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত