কালিয়াকৈরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও খাদ্য সামগ্রী বিতরণ

958

Published on সেপ্টেম্বর 24, 2020
  • Details Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও কৃষকদের মধ্যে সার,বীজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

১৯ সেপ্টেম্বর কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের অয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শাক ও সবজি বীজ এবং মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে ১২০ জন কৃষককে সার ও বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের সহযোগীতায় বন্য ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মধ্যে শিশু খাদ্য ও প্রাণী খাদ্য বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, গাজীপুর জেলাজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম কবীর, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,পল্লীউন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত