1434
Published on সেপ্টেম্বর 22, 2020ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ সভা আয়োজিত হয়। সভায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিনের সভাপত্বিতে ও যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ এবং আলামিন পাটোয়ারীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জনাব আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, আহবায়ক, চাঁদপুর জেলা যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব সালাউদ্দিন মোঃবাবর, সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা যুবলীগ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা -জনাব খাজে আহমেদ মজুমদার, (সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি)।