1569
Published on সেপ্টেম্বর 21, 2020কুমিল্লার তিতাসে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দের হাতে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী সরঞ্জাম তুলে দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মদ রুবাইয়া খানম ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.শহিদুল ইসলাম।
উক্ত ক্রীড়া সামগ্রী গ্রহণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হক, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।