হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ১২৯ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

1574

Published on সেপ্টেম্বর 15, 2020
  • Details Image

জেলায় সদর উপজেলার গোপায়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ১২৯ জন কৃষকের মাঝে আজ বিভিন্ন শাক-সবজির বীজ এবং কমিউনিটি বীজতলার হালিচারা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে গোপায়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সামগ্রি তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন রুবেল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোপায়া ইউনিয়নে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি এসব বীজ বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মাঝে ১০০ জন কৃষকে লালশাক, ডাঁটাশাক, কলমি শাক, মূলাশাক, পালং শাক, শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ এবং ২৯ জন কৃষকের প্রতিজনের হাতে একবিঘা জমিতে রোপনের জন্য বিআর-২২ জাতের ধানের চারা তুলে দেয়া হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত