মুজিব শতবর্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ৫০,০০০ টি চারা বিতরণ

2300

Published on সেপ্টেম্বর 15, 2020
  • Details Image
  • Details Image

মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অক্সিজেন অন্যতম উপাদান। অক্সিজেন ছাড়া প্রাণীজগত বেঁচে থাকতে পারে না।তাই বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।কেননা বৃক্ষরাজি নিঃসরণের মাধ্যমে যে অক্সিজেন ত্যাগ করে তা আমরা গ্রহণ করে বেঁচে আছি। আবার আমাদের নিঃসরিত কার্বন ডাই অক্সাইড বৃক্ষ গ্রহণ করে। অক্সিজেন বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা মানুষ অনুধাবন করেছে করোনা কালে। সেসময় দেশে ৬০ সিসি’র প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে তিন হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে।অবস্থা এমন হয়েছে টাকা দিয়েও অক্সিজেন পাওয়া যায়নি। শুধুমাত্র অক্সিজেন সাপোর্ট না পেয়ে অনেক করোনা রোগী মারা গেছে। তাই গাছ লাগানো মানে দেশ বাঁচানো।দেশের মানুষকে বাঁচানো।

তাই বায়ুমন্ডলে অক্সিজেনের স্বল্পতা যাতে সৃষ্টি না হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যাতে বেড়ে না যায়; জলবায়ু পরিবর্তন হয়ে যাতে উষ্ণতা বৃদ্ধি না পায়; সেই বিষয়টি অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহণ করেছেন। সেই কর্মসুচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নগরের ৪৩ ওয়ার্ড জুড়ে ৫০ হাজার গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে তৃণমূল নেতৃবৃন্দের মাধ্যমে প্রতি ওয়ার্ডে দুইশটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক দুইশটি করে গাছের চারা বিতরণ করা হচ্ছে। গত ২৪ আগষ্ট থেকে দ্বিতীয় পর্যায়ের এই কর্মসুচি বাস্তবায়ন শুরু হয়েছে।আজ ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে ২৩ নং উত্তর পাঠানটুলী, ২৯ নং পশ্চিম মাদারবাড়ী,সহ ইতিমধ্যে ৪০ টি ওয়ার্ডে চারা বিতরণ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ,সভাপতি মন্ডলীর সদস্যবৃন্দ,সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ,কার্যনির্বাহী সদস্যবৃন্দ,থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে উপস্থিত থেকে সমাবেশের মাধ্যমে এ সকল চারা বিতরণ করে যাচ্ছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে ৩৯,৪০ ও ৪১ নং ওয়ার্ডে চারা বিতরণ শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতের লিংক রোডে একযোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ একযোগে বৃক্ষ রোপণ করার মাধ্যমে চলমান এই কর্মসূচীর সমাপ্তি ঘটবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত