শ্রীনগরে ১৪টি ইউনিয়নে গরীব দুস্থদের মাঝে আওয়ামী লীগ নেতার নগদ অর্থ ও শাড়ি বিতরণ

1575

Published on সেপ্টেম্বর 13, 2020
  • Details Image

মুজিব বর্ষ উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নের গরীব দুস্থদের মধ্যে নগদ ৭ লাখ টাকা ও ১৪’শ শাড়ি কাপড় বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক অসহায় পরিবারকে নগদ টাকা ও শাড়ি কাপড় প্রদান করা হয়েছে। উক্ত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন।

কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বিতরণকালে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, সহ-সভাপতি মো. নাজিরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, উপজেলা যুবলীগ সদস্য সোহেল রাজ, কৃষক লীগ নেতা মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত