মুজিববর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

1408

Published on সেপ্টেম্বর 12, 2020
  • Details Image

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ পৌর শাখার অন্তর্গত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃক্ষ রোপন, বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১১ সেপ্টেম্বর ২০২০ জেলা সদরের হাজী আহাম্মাদ আলী আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান, আলহাজ ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল বারী শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক জনাব আনোয়ার হোসেন ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব বদরুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস, সদস্য অ্যাড. আব্দুল হামিদ, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব দানিউল হক মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামসহ প্রায় সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি বৃক্ষ রোপন ও বনায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্মৃতিচারণ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিববর্ষে দলীয় নেতাকর্মীসহ সকলকে বেশি বেশি বৃক্ষ রোপনের অনুরোধ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত