1695
Published on সেপ্টেম্বর 12, 2020আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি নিজস্ব তহবিল হতে সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার বিকেল ৫টায় সিংড়া পৌর শহরের গোডাউন পাড়া মহল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, স্থানীয় ওয়ার্ডের সাংগঠনিক কমিটির সভাপতি ইসাহক আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েল প্রমূখ।
এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, আ’লীগ সরকার সুখে-দুঃখে সব সময়ই জনগণের পাশে থাকে। দোয়া করবেন যেন, আমৃত্যুকাল আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। তিনি আরো বলেন, আমার বিশ্বাস আমি কারো ক্ষতি করিনি। আর আমি প্রতিশোধের রাজনীতি করি না। প্রতি হিংসার রাজনীতি করি না। তাই পুলিশ নিয়েও ঘুরি না।