2066
Published on সেপ্টেম্বর 8, 2020করোনাকালে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা যাতে সুরক্ষিত থেকে এ মহৎ কাজটি চালিয়ে যেতে পারেন, সে জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন নেতাকর্মীরা ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে সুরক্ষা সামগ্রী প্রদান করে আসছে।
তার ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন কনসেন্টেটর হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সমাজ কল্যাণ ও ত্রাণ কমিটির পক্ষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।
উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডাক্তার,নার্সসহ অনেকে।