সরিষাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৭৫ জনকে ত্রাণ সহায়তা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

2220

Published on সেপ্টেম্বর 5, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

জামালপুরের সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ১১৫টি পরিবারের হাতে অনুদানের চেক ও ঢেউটিন তুলে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপি।

এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন করির, একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমিন বেগ, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ দেশ নির্মাণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সরিষাবাড়ির নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এদিকে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২৬০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত