দিনাজপুরে স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন হুইপ

1184

Published on সেপ্টেম্বর 4, 2020
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা প্রতিরোধে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

গত বৃহস্পতিবার বিতরনকালে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। করোনার এই দুর্যোগে প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায়, সেজন্য চিকিৎসা সেবায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, করোনা যোদ্ধা চিকিৎসকরা করোনার সময় নিজের জীবনকে বাজি রেখে মহামারির এই রোগকে সেবা দিয়ে যাচ্ছে। তাদের এই অবদান পৃথিবী যতদিন থাকবে, ততদিন পর্যন্ত মানুষ ভুলবে না।

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন-এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, উপ-পরিচালক ডা. শাহ মোজাহেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, হাসপাতালের সহকারী পরিচালক ডা. নজমুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন, সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান, কার্ডিওলজির সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার কবির, আইসিইউ-এর কনসালটেন্ট ডা. আকতার কামাল, নিউরোলজি বিভাগের প্রধান ডা. বদরুল হাসান, নিউরো সার্জারি প্রধান ডা. সারোয়ার মোর্শেদ, শিশু বিশেষজ্ঞ ডা. ফরিদ আহমেদ ও ডা. মশিউর রহমানসহ চিকিৎসকবৃন্দ।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে হুইপ ইকবালুর রহিম দিনাজপুর একাডেমি প্রাঙ্গণে একটি গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি চিত্ত ঘোষ, প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায়, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু ও স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত